গাইবান্ধায় বাঁধের ব্লক পড়ে নৌকা ডুবি: নিখোঁজ দুই শ্রমিক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্মাণাধীন বাঁধের ব্লক পড়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন যাত্রীসহ আরও অন্তত পাঁচ থেকে সাতজন। শনিবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাবুর বাজার (নতুনবন্দর কামারচান্দি) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা ও দুই শ্রমিক নিখোঁজের বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম।

বিজ্ঞাপন

দুর্ঘটনা স্থলে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, উপজেলার বাবুর বাজার এলাকায় বাঁধে পানি উন্নয়ন বোর্ডের কংক্রিটের ব্লক বসানোর কাজ চলছিল। বিকেলে হঠাৎ সেই ব্লক বাঁধ সংলগ্ন নদীতে থাকা একটি নৌকায় এসে পড়ে। তৎক্ষনাৎ নৌকাটি ডুবে যায়। এতে আহত হয়েছেন অন্তত পাঁচ থেকে সাতজন। ডুবে যাওয়া নৌকা থেকে সবাই উঠতে পারলেও শেষ পর্যন্ত দুই শ্রমিককে খুঁজে পাওয়া যায়নি।

এসময় তিনি আরও বলেন, আমরা গাইবান্ধা ফায়ার সার্ভিস এবং রংপুরের ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিয়েছি। তারা পথিমধ্যে রয়েছে। ঘটনাস্থলে পৌঁছলেই আনুষ্ঠানিক উদ্ধার কাজ শুরু করা হবে।

বিজ্ঞাপন

তবে, তাৎক্ষণিক আহতদের এবং নিখোঁজ ওই দুই শ্রমিকের নাম-পরিচয় জানাতে পারেনি উপজেলা নির্বাহী কর্মকর্তা।