জায়েদার রক্তের বিনিময়ে আপনার সন্তান বিসিএস ক্যাডার: সেঁজুতি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- বার্তা২৪.কম

ছবি- বার্তা২৪.কম

শহীদ জায়েদার রক্তের বিনিময়ে আজ আপনার সন্তান বিসিএস ক্যাডার বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা ৩১৩ সংরক্ষিত নারী আসনের এমপি লায়লা পারভীন সেঁজুতি। তিনি বলেন, কারোর ছেলে ব্যাংকে চাকরি করছে। কেউ কেউ বড় বড় কলেজ, ইউনিভার্সিটিতে পড়ছে তারা অনেকেই ভালো ভালো জায়গায় নেতৃত্ব দিচ্ছে। এটা সম্ভব হয়েছে শুধু জায়েদার রক্তের বিনিময়ে। সে রক্ত দিয়েছে বলে আপনাদের মাথা গোঁজার ঠাঁই হয়েছে। আপনাদের ছেলেমেয়েরা বড় বড় জায়গা নেতৃত্ব দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (২৭ জুলাই) শহীদ জায়েদা নগর ফুটবল মাঠে ভূমিহীন আন্দোলনের প্রয়াত নেতা ও শহীদ জায়েদার ২৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় এমনই বক্তব্য দেন।

বিজ্ঞাপন

লায়লা পারভীন সেঁজুতি বলেন, দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে আপনারা আপনাদের অধিকার ফিরে পেয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা সে সময় আপনাদের পাশে থেকে ভূমি দিয়েছিলেন। পরে তিনি সারাদেশে ভূমিহীন মানুষদের জন্য কাজ করছেন। ভূমিহীনরা সারাদেশে ঘরসহ জমি পেয়েছেন। যাদের ঘর নেই তাদের ঘর দিয়েছেন। যারা এখনো এই জনপদে দলিল পাননি তারা সঠিক উপায়ে আবেদন করলে আবশ্যক ভূমিসহ দলিল পাবেন। দেশকে পিছনে নিয়ে যেতে একটি চক্র দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আপনাদের ছেলে মেয়ে বিসিএস ক্যাডার হচ্ছে। ব্যাংকের চাকরি পাচ্ছেন। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি দিয়েছিলেন বলে এটি হয়েছে। আপনাদের আর পেতে হলে ঐকবদ্ধ হওয়ার বিকল্প কিছু নেই।

ভূমিহীন উচ্ছেদ প্রতিরোধ সমন্বয় কমিটির আয়োজনে জায়েদার স্বামী আব্দুল হামিদের সভাপতিত্বে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক এমপি। বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জমান আশু, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আল ফেরদৌস আলফা প্রমূখ।

বিজ্ঞাপন