নরসিংদীতে নাশকতা মামলায় জামাত নেতা গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলমান নাশকতার মামলায় নরসিংদীর মাধবদী থানা জামায়াতে ইসলামের আমির আব্দুল জব্বারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) শুক্রবার রাত ৮টা দিকে মাধবদী শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাধবদী থানা জামায়াতের আমির আব্দুল জব্বার (৭০) মাধবদী পৌরসভার ছোট মাধবদী মহল্লার মৃত তোরাব আলী প্রধানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, কোটা সংস্কারের আন্দোলনের নামে মাধবদীর বিভিন্ন স্থানে নাশকতা চালায় দুষ্কৃতকারীরা। এসব নাশকতাকারীদের অজ্ঞাত আসামী করে থানায় মামলা রজু করা হয়েছে। আব্দুল জব্বারকেও চলমান নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৯ জুলাই শুক্রবার জুম্মার নামাজের পর মাধবদী বড় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন দিয়ে নাশকতা চালায়। পরে বেলা সাড়ে ৩ তিনটার দিকে মাধবদী থানা ঘেড়াও করতে চাইলে পুলিশের সাথে সংর্ঘষ হয় নাশকতা কারীদের। পরে শুক্রবার বিকেলে মাধবদী পৌর কার্যালয়, পোস্ট অফিস ও সোনালী টাওয়ারে আগুন দেয় নাশকারীরা।