নরসিংদী কারাগার থেকে পলাতক জঙ্গি নুরুল আলমের আত্মসমর্পণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: নরসিংদী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

ছবি: নরসিংদী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গি নুরুল আলম আদালতে আত্মসমর্পণ করেছেন। জঙ্গি নুরুল আলম আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য এবং পিরোজপুরের মঠবাড়িয়ার ইউসুফ হাওলাদারের ছেলে।

সোমবার (২৯ জুলাই) বিকেলে নরসিংদী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে তিনি আত্মসমর্পণ করেন। নরসিংদী আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. ওয়াহিদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরে গত শুক্রবার (১৯ জুলাই) বিকেলে নরসিংদী কারাগারে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসময় কারাগারে থাকা ৯ জঙ্গিসহ ৮২৬ আসামি পালিয়ে যায়। লুট হয় ৮৫টি অস্ত্র।

ওই দিন পালিয়ে যাওয়া ৮২৬ বন্দীর মধ্যে ৯ জন জঙ্গির মধ্যে সিটিটিসির হাতে খাদিজা পারভীন ওরফে মেঘলা ও ইসরাত জাহান ওরফে মৌ ওরফে মৌসুমী, র‍্যাবের হাতে ফারুক আহম্মেদ এবং নরসিংদী জেলা পুলিশের হাতে জুয়েল ভূঁইয়া গ্রেফতার হয়েছেন। এখনও পলাতক চার জঙ্গি হলেন, হিজবুল্লাহ মিয়া, আবদুল্লাহ কামরুল, মো. মহিউদ্দীন ও আবদুল আলীম। এই চারজনও আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, বিকেলে কারাগার পালানো জঙ্গি নুরুল আলম নরসিংদী আদালতে আত্মসমর্পণের জন্য আসেন। আইনজীবীর মাধ্যমে তিনি আবেদন করলে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এ নিয়ে কারাগার থেকে পালিয়ে যাওয়া ৯ জঙ্গির মধ্য পাঁচজন আইনের আওতায় এসেছেন। বাকি চারজন জঙ্গিকে গ্রেফতারে অভিযান চলছে।