যাত্রাবাড়ী থানায় আগুন
রাজধানীর যাত্রাবাড়ী থানায় আগুন দিয়েছে আন্দোলনকারীরা। এসময় যাত্রাবাড়ীতে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়।
সোমবার (৫ আগস্ট) যাত্রাবাড়ী থানায় ঘটনা ঘটে।
সংঘর্ষের একপর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন থেকে সামরিক একটি হেলিকপ্টারে করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
উল্লেখ্য, শনিবার (৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক ঘোষণায় জানায়, রোববার থেকে সারাদেশে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ পালন করা হবে। এরপর রোববার এক ঘোষণা জানানো হয়, সোমবার ঢাকা অভিমুখে লংমার্চ করে ঢাকা আসতে বলা হয়। এসময় সবাইকে রাজধানী ঢাকার শাহবাগ এসে জড়ো হতেও বলা হয়।