শেখ হাসিনার পদত্যাগে নীলফামারীতে আনন্দ মিছিল
বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের একদফা দাবিতে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে নীলফামারীতে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দ মিছিল করেছেন।
সোমবার (৫ আগস্ট) দুপুরে জেলার বিভিন্ন জায়গায় এ আনন্দ মিছিল করা হয়। এতে জেলার বিএনপি নেতাকর্মীদের মিছিলে দেখা যায়।
এ সময়ে দেখা যায়, সরকার প্রধানের পদত্যাগ করে দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দ মিছিল নিয়ে বের হয়। এতে অনেকে ভ্যানগাড়ি ও মোটরসাইকেলে চরে বাংলাদেশের লাল পতাকা উঠাতে দেখা যায়। এ সময়ে শেখা হাসিনাকে ভুয়া ভুয়া স্লোগান দেন আন্দোলনকারীরা।