‘চাঁদ দেখা কমিটিতে বৈজ্ঞানিক জ্ঞানসম্পন্ন লোক রাখা হবে’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁদ দেখা কমিটিতে বৈজ্ঞানিক জ্ঞানসম্পন্ন লোক রাখা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিমসহ সব ধর্মমতের নাগরিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, দেশে কয়েকদিনের আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতকারী আমাদের হিন্দু ভাইদের উপাসনালয় ও বাসাবাড়িতে হামলা ও ভাঙচুর করেছে। তারা একটা বিশৃঙ্খল পরিস্থিতির চেষ্টা করেছিল। সকল সম্প্রদায়ের লোকেরা এটা রুখে দিয়েছে।

তিনি জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হবে। আগামীকাল হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে হবে। তিনি তাদের কথা শুনবেন ও পরামর্শ নেবেন। পুলিশ কাজে ফিরে এসেছে, আর কোন ঘটনা ঘটবে না।

বিজ্ঞাপন

ধর্ম উপদেষ্টা আরও বলেন, আমরা হামলার ঘটনায় নিন্দা জানাই। দুর্বৃত্তদের দ্বারা এই হামলার ঘটনা ঘটেছে, তাদের বিষয়ে ব্যবস্থা নেবে সরকার। সরকার সকল ধর্মের-মতের সম্প্রীতিতে বিশ্বাস করে। হামলাকারী দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে। দেশের অসাম্প্রদায়িক ভাবমূর্তি বজায় রাখা হবে। আজই হটলাইন চালু হবে, যেকারও বাড়িতে হামলা হলে যেন জানায়; পুলিশ সেখানে যাবে, ব্যবস্থা নেবে।