চট্টগ্রামে বন্যায় পানিবন্দী এক লাখ মানুষ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম. চট্টগ্রাম ব্যুরো
  • |
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামে বন্যায় পানিবন্দী এক লাখ মানুষ/ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রামে বন্যায় পানিবন্দী এক লাখ মানুষ/ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রাম জেলার তিন উপজেলায় বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। এই তিন উপজেলা হলো সীতাকুণ্ড, মীরসরাই ও ফটিকছড়ি। এসব উপজেলার ২০ হাজার ১৭৫ পরিবারের ৯৫ হাজার ৯০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যা কবলিত এলাকার মানুষদের সহায়তায় চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ২৩২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, বন্যায় ফটিকছড়ির ১৩টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে ওসব ইউনিয়নের ৩ হাজার ১৭৫ পরিবারের ১৫ হাজার ৯০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মীরসরাই উপজেলার ১২টি ইউনিয়নের ১২ হাজার পরিবারের ৬০ হাজার মানুষ এবং সীতাকুণ্ড উপজেলার ৬ ইউনিয়নের ৫ হাজার পরিবারের ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে আছেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্টাফ অফিসার টু ডিসি মো. ফাহমুন নবী জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় মোট ৫০ মেট্রিক টন চাল ত্রাণ হিসেবে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ফটিকছড়িতে ২০ মেট্রিক টন, মীরসরাইয়ে ২০ মেট্রিক টন এবং সীতাকুণ্ডে ১০ মেট্রিক টন। বন্যা মোকাবিলায় ইতিমধ্যে ২৩২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ১২৭টি মেডিকেল টিমের সবকয়টি চালু আছে