প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের আগুন নেভাতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: মোঃ আজারুল ইসলাম/সংগৃহীত

ছবি: মোঃ আজারুল ইসলাম/সংগৃহীত

নরসিংদীর পলাশে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি ভবনে আগুন নেভাতে গিয়ে মোঃ আজারুল ইসলাম (৩১) নামে এক শ্রমিক মারা গেছেন। নিহত আজারুলের বাড়ি সুনামগঞ্জ জেলার জয়নগর বাজার এলাকার রামনগর গ্রামে। তার বাবার নাম আনোয়ার আলী।

প্রাণ আরএফএল গ্রুপের নির্বাহী পরিচালক ফজলে রাব্বি বিপ্লব জানান, গতকাল শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে প্রাণ কোম্পানীর ডাংগায় আগুন লাগে। এ ভবনে থাকা প্লাস্টিকের তৈরি বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনের খবর পেয়ে নরসিংদী, পলাশ, মাধবদী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

এ ঘটনায় কারখানার আগুন নেভাতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসারত অবস্থায় রাতে মোঃ আজারুল ইসলাম (৩১) মারা গেছে।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বারি জানান, বিকেল ৪টার দিকে প্রাণের ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি দুতলা ভবনের প্লাস্টিকের তৈরি মালামালের গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিযন্ত্রণের চেষ্টা চালায়। পরে আগুনের মাত্রা বাড়তে থাকায় নরসিংদী ও মাধবদী থেকে আরো ৫টি ইউনিট যোগ দিয়ে দীর্ঘ ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এসময় আজহারুল নামে এক শ্রমিক মারা যায়। আগুনে কারখানার পিএইচ ফোম শাখা সম্পূর্ন পুড়ে যায়। তবে কি থেকে এই আগুনের ঘটনা তা এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন