বন্যাকবলিত জেলায় ফিল্ড হাসপাতাল নির্মাণ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বন্যার্তদের জন্য মেডিকেল কার্যক্রমে ১০৮টি মেডিকেল ক্যাম্প স্থাপন করে ২৯ হাজার ৯৭৭ জন রোগীকে চিকিৎসা প্রদান করেছে। এছাড়া বিশেষজ্ঞদের মতে বন্যাকবলিত এলাকায় পানিবাহিত রোগের মহামারীর আশঙ্কা থাকায় প্রতিটি বন্যাকবলিত জেলায় ২০০ বেডের একটি ফিল্ড হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন 'বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন' বন্যার্তদের জন্য মেডিকেল সেবাদানকারী টিমের সদস্য সমন্বয়ক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' বন্যার্তদের জন্য মেডিকেল কার্যক্রমের প্রথম পর্বের পূর্ণাঙ্গ রিপোর্ট এবং পরবর্তী পরিকল্পনা প্রকাশ করেন। এ সময় তারা এসব কথা বলেন।
মেডিকেল কার্যক্রমের প্রথম পর্বের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করে সমন্বয়ক তাহমিদ আল মুদ্দাসসির জানান, 'বন্যাকবলিত এলাকায় চিকিৎসা সেবা নিশ্চিত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ৫টি মেডিক্যাল টিম বন্যা দুর্গত অঞ্চলে পাঠানো হয়। এই কার্যক্রমের প্রধান লক্ষ্য ছিল ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও খাগড়াছড়ি এই ৫টি জেলায় প্রান্তিক এলাকায় ছোট ছোট দলে ভাগ হয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করা। ইতোমধ্যে এই উদ্যোগের মাধ্যমে উক্ত অঞ্চলগুলোতে ১০৮টি মেডিকেল ক্যাম্প স্থাপন করে ২৯ হাজার ৯৭৭ জন রোগীকে চিকিৎসা প্রদান এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।'
পরবর্তী পরিকল্পনার বিষয়ে তিনি জানান, 'বিশেষজ্ঞগণ বন্যাকবলিত এলাকায় পানিবাহিত রোগের মহামারী দেখা দেয়ার আশঙ্কা করছেন। তাই প্রতিটি বন্যাকবলিত জেলায় ২০০ বেডের একটি ফিল্ড হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।'
এ সময় সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন তারেকুল ইসলাম, নাফিসা ইসলাম সাকাফি প্রমুখ।