বিচার ব্যবস্থা ঠিক না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তবর্তীকালীন সরকারকে ছাত্র জনতাই ক্ষমতায় এনেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন, বিচারব্যবস্থা, পার্লামেন্ট, সংবিধান সংশোধন না হচ্ছে ততদিন পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকবে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি টাউন হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র নাগরিকের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ছাত্রজনতার আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি উল্লেখ করে হাসনাত বলেন, আমাদের নতুন একটি সংগ্রাম শুরু হয়েছে। শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করানো হলেও তার দোসররা এখনও আপনার-আমার আশেপাশে ঘোরাফেরা করছে। তাদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। বাংলাদেশ পুন:গঠন ও পুন:নির্মাণ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রামটা অব্যাহত রাখতে হবে।
সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, শাসকরা চায় না দেশে শান্তি স্থিতিশীলতা থাকুক। তাহলে জনগণ প্রশ্ন করতে শুরু করবে। বিগত ১৬ বছরে ১১ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। শাসকরা জাতির মধ্যে বিভেদ সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টি করে তাদের ব্যস্ত করে রেখেছিল। কিন্তু আমরা বাংলাদেশিরা দেখিয়ে দিয়েছি যে আর আমাদের মধ্যে কোন ধরনের বিভেদ সৃষ্টি করা যাবে না।
যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর রয়েছেন, তাদেরকে খাগড়াছড়ি থেকে বার্তা দিয়ে বলেন ৫ আগস্টের গণভবন সংসদ ভবনের ছবিটা একটু মনে রাখবেন।
অনুষ্ঠানে চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ চট্টগ্রাম ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।