মেহেরপুরে-চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

মেহেরপুরে-চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

মেহেরপুরে-চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ করে চতুর্থ দিনে গড়িয়েছে আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)। চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও ইজিবাইক চালকদের দ্বন্দ্বের জের ধরে  শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের সব ধরনের লোকাল বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়ন। তবে চলাচল করছে দূরপাল্লার যানবাহন।

চারদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় সড়কে নিয়মিত বাসের যাত্রীরা পড়েছেন চরম দূভোর্গে। ছোট ছোট যানবাহন চলাচল করলেও সরাসরি চলাচল করছে না। খণ্ড খণ্ড স্থান থেকে যাত্রী পরিবহন করায় দুর্ভোগের সাথে যাত্রীদের খরচ বেড়েছে কয়েকগুণ। বিশেষ করে কর্মজীবী ও শ্রমজীবী মানুষ পড়েছেন বেশ বিপাকে।

বিজ্ঞাপন

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, সড়কে প্রচুর পরিমাণে অবৈধ যানবাহন চলাচল করায় বাস চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছে। বাসের আয় কমার পাশাপশি প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন বাস চালকরা। এসব অবৈধ যানবাহনের দৌরাত্ম কমানো না গেলে বাস চলাচল বন্ধ হয়ে যাবে।

তিনি আর ও জানান, শনিবার যে দ্বন্দের জেরে বাস চলাচল বন্ধ রয়েছে, তা নিরসনে চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের আলোচনা চলছে। সমস্যা সমাধান হলেই বাস চলাচল শুরু হবে।