সাতক্ষীরায় মাদকদ্রব্য পাচারকালে ২ চোরাকারবারী আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারকালে ভারতীয় মদ, বাংলাদেশী ট্রাক এবং ২ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ) ভোমরা চেকপোষ্ট থেকে ট্রাকটি তল্লাশী করে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, মাদারীপুর জেলার পূর্ব মাইজপাড়া গ্রামের ননী গোপাল দে'র ছেলে গৌতম দে, মাদারীপুর জেলার পূর্ব চিরাইপাড়া গ্রামের আইয়ুব আলী বেপারীর ছেলে আল-আমিন।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভোমরা স্থল বন্দর দিয়ে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার হবে। উক্ত সংবাদের ভিত্তিতে ভোমরা স্থল বন্দরের চেকপোষ্ট এলাকায় ভোমরা বিওপির না. সুবে. মো. জহিরুল ইসলাম এর নেতৃত্বে ভোমরা চেকপোস্ট থেকে বৈশাখী ট্রেডার্স এর ১টি খালি ট্রাক ও ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময়ে অবৈধ মাদকদ্রব্য পাচারের দায়ে ট্রাকের দুইজন চালককে আটক করা হয়। আটককৃত ট্রাকের নাম্বার- ঢাকা মে্ট্টো ট-১৬২০৮২।

এ ব্যাপারে আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সাতক্ষীরা সদর থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।