ডিবি পুলিশ পরিচয়ে যুবককে অপহরণ, আটক ৪

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

ডিবি পুলিশ পরিচয়ে যুবককে অপহরণ, আটক ৪

ডিবি পুলিশ পরিচয়ে যুবককে অপহরণ, আটক ৪

নীলফামারীর কিশোরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে আনোয়ার হোসেন আনু নামে এক যুবককে অপহরণের অভিযোগে ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন- জামালপুর মেলাকন্দ শেষবাড়ি এলাকার আব্দুর রশিদের ছেলে শাল আলম (৪০), গাজীপুর টঙ্গী এলাকার ইউনূস আলীর ছেলে সাগর (২৫), নরসিংদী পলাশ বাড়ী এলাকার জাকির হোসেনের ছেলে সজল মিয়া (২৫), গাজীপুর টঙ্গী এলাকার হারুন রশিদের ছেলে কামরুল ইসলাম (৪২)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ভোরে অভিযুক্তরা আনোয়ার হোসেন আনুকে তার নিতাই এলাকার বাড়ি থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। সেদিন দুপুরে তার পরিবারের লোকজন স্থানীয় থানা ও ডিবি অফিসে তাকে খোঁজাখুজি করে না পেয়ে স্থানীয় থানায় বিষয়টি জানায়। পরে অভিযুক্তরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্য রওয়ানা দেন। পথিমধ্যে তারা বগুড়া শেরপুর থানা এলাকায় মাইক্রোবাসটি থামিয়ে ভাত খেতে যায়। এসময়ে ভুক্তভোগীকে মাইক্রোবাসে একা রেখে গেলে তিনি আত্মরক্ষায় চিৎকার করেন। এসময়ে স্থানীয়রা তার চিৎকার শুনে ছুটে এসে তাকে উদ্ধার করে অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেন।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, বগুড়া শেরপুর থানা এলাকায় স্থানীয়রা অভিযুক্তদের আটক করে পুলিশ দেয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অভিযুক্তদের কিশোরগঞ্জ থানায় নিয়ে আসা হয়। এঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে মামলা দায়ের করলে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয় ।