লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫'শ কৃষক পেল ধানের চারা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

৫'শ কৃষক পেল ধানের চারা/ছবি: সংগৃহীত

৫'শ কৃষক পেল ধানের চারা/ছবি: সংগৃহীত

বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসনের অংশ হিসেবে লক্ষ্মীপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ধানের চারা বিতরণ করেছে জেলা কৃষকদল।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শহরের গোডাউন রোডের বশিরভিলা প্রাঙ্গণে সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৫'শ কৃষকের মাঝে এসব চারা হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, সিনিয়র সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামল, সহ-সভাপতি মোন আবুল কাশেম, মোন জসিম উদ্দিন মাছুম, মো: ইব্রাহিম মোল্লা, সহ-সম্পাদক ফখরুল ইসলাম মুরাদ, পৌর কৃষক দলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক আরমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোন শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক আবুল কালাম প্রমুখ।

জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, বৃষ্টির পানিতে আমাদের দেশে বন্যা হওয়ার কথা নয়। ভারতের ঢলের পানির জন্যই ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা হয়েছে। এতে করে এখানকার কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য অতিতের ন্যায় কৃষকদল এবারও কৃষকের পাশে দাঁড়িয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জএলা কৃষকদল ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা পৌঁছে দিচ্ছে। এসব চারা ১০০ বিঘা জমিতে বপন করা যাবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, লক্ষ্মীপুরে আকস্মিক বন্যায় ১ লাখ ৫৭ হাজার ২০৯ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যায় বীজতলাসহ ফসল পুরোপুরি নষ্ট হয়ে তাদের ২২৭ কোটি ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে আউশ ধান, আমনের বীজতলা, রোপা আমন ও সবজি খেতে সবচেয়ে বেশি ক্ষতি হয়। পান, আখ, হলুদ, আদাসহ বিভিন্ন সবজিও নষ্ট হয়েছে। আমড়া, কাঁঠাল ও জাম্বুরাসহ বিভিন্ন ফলদ গাছের পাতা বিবর্ণ রং ধারণ করে মরে গেছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ।