নড়াইলে চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যালি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নড়াইল
  • |
  • Font increase
  • Font Decrease

নড়াইলে চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যালি। ছবি- বার্তা২৪.কম

নড়াইলে চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যালি। ছবি- বার্তা২৪.কম

নড়াইলে চাঁদাবাজি, বাজার সিন্ডিকেট, মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের বিরুদ্ধে র‌্যালি করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শহরের মুচিরপোল থেকে শুরু হয়ে প্রেসক্লাবে সামনে গিয়ে শেষ হয় এ র‌্যালি। এরপর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি দেন তারা।

বিজ্ঞাপন

এসময় শিক্ষার্থীদের নেতৃত্ব দেন মো. রিয়াজ হাসান, মো. রাসেল বিশ্বাস, লাবন্য, তিসা ও মাসুমা।

এ সময় মো. রিয়াজ হাসান বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি করছে। তাদের বিরুদ্ধে রাজনৈতিক নেতৃবৃন্দ সচেতন রয়েছেন এবং আমরা শিক্ষার্থীরা ময়দানে আছি। এছাড়াও নড়াইলকে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসমুক্ত করার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আগাচ্ছি আমরা।

মো. রাসেল বিশ্বাস বলেন, বিপ্লব পরবর্তী সময়ে মাদক ব্যবসায়ী, ইভটিজিংকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা যাতে মাথাচাড়া দিয়ে ফের সমাজকে কলুষিত করতে না পারে এজন্য আমরা প্রশাসনের সহযোগিতা চেয়ে স্মারকলিপি দিয়েছি।