মাদকাসক্ত যুবকের হাতুড়ির আঘাতে প্রতিবন্ধী তরুণী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় মাদকাসক্ত যুবকের হাতুড়ির আঘাতে রোজিনা চুমকি (২০) নামের এক বুদ্ধি প্রতিবন্ধি তরুণী নিহত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা মাদকাসক্ত যুবক ইলিয়াস হোসেনকে আটক করে র‍্যাব সদস্যদের কাছে সোপর্দ করেছে।

বিজ্ঞাপন

নিহত রোজিনা চুমকি সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের রেজাউল ইসলামের মেয়ে এবং সাতক্ষীরার রাজারবাগান কলেজ মাঠের পাশে অবস্থিত সুইড খাতিমুন্নেসা হানিফ লষ্কর বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের ভোকেশনাল শ্রেণীর ছাত্রী।

নিহতের পিতা রেজাউল ইসলাম জানান, সকাল ৯টার দিকে প্রতিবেশী থানাঘাটা গ্রামের ইকবাল ড্রাইভারের ছেলে মাদকাসক্ত ইলিয়াস (৩০) হাতুড়ি দিয়ে তার প্রতিবন্ধি মেয়ে রোজিনা চুমকির মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মমতাজ মুজিব জানান, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। হাতুড়ির আঘাতে মেয়েটির মাথায় মারাত্মক ইনজুরি হয়েছে। যে কারণে আঘাত পাওয়ার কিছুক্ষণ পরেই সে মারা গেছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক যুবককে প্রথমে র‌্যাবের কাছে সোপর্দ  করা হয়েছিল। এরপর তাকে আমরা গ্রেফতার হিসেবে আমাদের হেফাজতে এনেছি।