হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে সারাদেশে বিক্ষোভ করবে জাপা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও শীর্ষ নেতাদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে জেলা, উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ, মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করবে দলটি। এজন্য জেলা প্রশাসককে ও উপজেলায় নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে।

জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কর্মসূচির জন্য নির্ধারিত কোন সময় জানানো হচ্ছে না। জেলা ও উপজেলা কমিটি তাদের সুবিধাজনক সময়ে ওই কর্মসূচি পালন করবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, জাতীয় পার্টির শীর্ষ নেতাদের নামে এখন পর্যন্ত ৩৬টি মামলা দায়ের হয়েছে। চেয়ারম্যান জিএম কাদের ও তার সহধর্মীনী পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরের নামে দুইটি করে হত্যা মামলা দায়ের হয়েছে। সবচেয়ে বেশি মামলা হয়েছে প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি সেলিম ওসমানের বিরুদ্ধে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত ৬টি হত্যা মামলা দায়ের হয়েছে।

মাহমুদ আলম বলেন, মামলাগুলো মিথ্যা ভিত্তিহীন এবং বানোয়াট। আমার ধারণা মামলার বাদীও তাদের বিষয়ে অবগত নন। ছাত্র আন্দোলনের শুরু থেকে জিএম কাদের আন্দোলনের পক্ষে ছিলেন। তিনি জাতীয় সংসদে ছাত্রদের আন্দোলনের পক্ষে কথা বলেছেন। কোটার বিরুদ্ধে কথা বলেছেন, সরকারকে ছাত্রদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। আমাদের ছাত্র সংগঠনের সদস্যরা সরাসরি আন্দোলনের পক্ষে মাঠে কাজ করেছে। অথচ পার্টির চেয়ারম্যান এবং সিনিয়র নেতৃবৃন্দের নামে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে দেশব্যাপী সকল জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও থানাসমূহে বিক্ষোভ সমাবেশ, মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারকলিপি প্রদান করা হবে।