বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে জোর দিচ্ছি: এলজিআরডি উপদেষ্টা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

উপদেষ্টা এ এফ হাসান আরিফ/ছবি: আনিসুজ্জামান দুলাল

উপদেষ্টা এ এফ হাসান আরিফ/ছবি: আনিসুজ্জামান দুলাল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে জোর দিচ্ছি। গ্রামীণ থেকে শহর পর্যায়ে যোগাযোগ ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ। গ্রাম থেকে একটা সবজি বা ডিম তখনই শহরে আসবে যখন সড়ক ব্যবস্থা ভালো থাকবে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন বিভাগে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, আমাদের মূল কাজ ছিল বন্যা পরবর্তী অবস্থা নিয়ে আমাদের করণীয় ঠিক করা। বন্যা নিয়ে আর আক্ষেপ-আহাজারি না করে আগামীতে বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা কি প্রচেষ্টা চালাচ্ছি তা পর্যালোচনা করছি।

তিনি বলেন, সব সংস্থার মধ্যে প্রচেষ্টা না থাকলে বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা কষ্টসাধ্য। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে আমরা জোর দিচ্ছি। তাছাড়া বন্যা পরবর্তী অন্যান্য যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাও দেখা। সেজন্য সব সংস্থাকে সমন্বয় করে এক সঙ্গে কাজ করার ব্যাপারে কথা হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানমসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।