জিএম কাদের ও তার স্ত্রীর মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

গাইবান্ধায় জিএম কাদের ও তার স্ত্রীর মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধায় জিএম কাদের ও তার স্ত্রীর মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, ছবি: বার্তা২৪.কম

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এবং দলটির প্রেসিডিয়াম সদস্য ও জিএম কাদেরের সহধর্মিনী শেরীফা কাদেরের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গাইবান্ধার জাতীয় পার্টির নেতাকর্মীরা।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে এক পথ সভায় এই দাবি জানান তারা। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্বারকলিপিও দেন বিক্ষোভকারীরা।

বিজ্ঞাপন

পথসভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির জেলা সভাপতি সরওয়ার হোসেন শাহিন, সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম লেবু ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মোস্তফা মহসিন সরকার ও জেলা ছাত্র সমাজের আহ্বায়ক আবু সাইন সরকার মুক্তারসহ অন্যরা।

এ সময় বক্তারা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

এরআগে শহরের হকার্স মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাসহ উপজেলা থেকে আসা জাতীয় পার্টি নেতাকর্মীরাও অংশ নেয়।