ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতার মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

নিহিত সাইদুল ইসলাম/ছবি: সংগৃহীত

নিহিত সাইদুল ইসলাম/ছবি: সংগৃহীত

ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে আটকের পর সাইদুল ইসলাম (৪০) নামে এক যুবদল নেতা মৃত্যু হয়েছে। নিহত সাইদুল ইসলাম নগরীর গোলপুকুর পাড় এলাকার বাসিন্দা আব্দুস ছালামের ছেলে। সে মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর গোলপুকুর পাড় যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে সাইদুল ইসলামসহ ৭ জনকে আটক করা হয়। আটকের পর রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী তাদের হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করে।

সূত্র জানায়, বিগত ৫ আগষ্টের পর সাইদুল ইসলামের বিরুদ্ধে জমি দখল, বালুর ঘাট দখল, স্থানীয় ব‍্যবসায়িদের কাছ থেকে চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শনসহ নানা অপকর্মের অভিযোগ উঠে। এসব ঘটনায় সম্প্রতি যৌথ বাহিনীর কাছে একাধিক অভিযোগ দায়ের হলে সোমবার দিবাগত রাত ১০ টার দিকে সাইদুল ইসলামকে গ্রেফতারে অভিযান চালায় যৌথ বাহিনীর একটি দল।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা বলেন, রাত সাড়ে ১২ টার দিকে যৌথ বাহিনীর সদস‍্যরা ৬ জনকে আহত অবস্থায় ভর্তি করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে যায় যৌথ বাহিনীর সদস্যরা।

বিজ্ঞাপন

প্রাথমিক চিকিৎসা নেওয়ারা হলেন- ময়মনসিংহ নগরীর গোলপুকুর পাড় এলাকার মাছুম (২৩), নান্দাইলের মারুফ(২০), নগরীর চরকালীবাড়ী এলাকার হিমেল (২২), একই এলাকার রিয়াজ (২০), নেত্রকোনা পূর্বধলা উপজেলার সালদীঘা এলাকার মামুন এবং মুক্তাগাছা সৈয়দপুর গ্রামের রাসেল (৩০)।

পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম বলেন, যৌথ বাহিনীর অভিযানে আটকের পর এক যুবক মারা গেছে। মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ বলা যাবে বলেও জানান তিনি।