পিআইবির নতুন মহাপরিচালক ফারুক ওয়াসিফ

  • স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

পিআইবির নতুন মহাপরিচালক ফারুক ওয়াসিফ

পিআইবির নতুন মহাপরিচালক ফারুক ওয়াসিফ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ’র (পিআইবি) নতুন মহাপরিচালক পদে ফারুক ওয়াসিফকে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রসাশন মন্ত্রণালয় থেকে ফারুক ওয়াসিফকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

উপসচিব এ টি এম শরিফুল আলম সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮-এর ধারা ৯(২) অনুযায়ী জনাব ফারুক ওয়াসিফ-কে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ০২ (দুই) বছর মেয়াদে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।