সিলেটে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, নারী গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটের সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় মিনারা বেগম নামে এক নারীকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে তোয়াকুল ফুলতৈলছগাম গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত নারী হলেন- সিলেটের গোয়াইনঘাটের ফুলতৈলছগাম শানুর মিয়ার স্ত্রী মিনারা বেগম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তোয়াকুল ফুলতৈলছগাম গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শানুর মিয়ার বসতঘরের মেঝের নিচে গর্ত করে রাখা ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। শানূরের স্ত্রী মিনারা বেগমের দখলে ওই মাদক রাখার অপরাধে তাকে পুলিশ গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী শানুর মিয়া পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এবিষয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ১৫০ বোতল মাদকসহ মাদক ১জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামি শানুর মিয়াকে গ্রেফতারের অভিযান চলছে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।