লিবিয়া থেকে ফিরলেন ১৫৪ অনিয়মিত বাংলাদেশি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ লিবিয়া ত্রিপোলি ও তার পাশ্ববর্তী অঞ্চল থেকে ১৫৪ জন বাংলাদেশি নাগরিক দেশে প্রত্যাবাসন করেছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টায় বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইট যোগে তারা ঢাকায় ফেরেন। এসব নাগরিক বৈধভাবে কাজে গেলেও ভিসার মেয়াদ শেষ হওয়ায় ‘অনিয়মিত’ হয়ে পড়েছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রচেষ্টায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাবৃন্দ তাদের অভ্যর্থনা জানান।

পত্যাবাসনকৃত প্রত্যেকের জন্য ছয় হাজার টাকা, কিছু খাদ্য সামগ্রী ও মেডিকেল চিকিৎসা এবং প্রয়োজন অনুসারে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন