যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৩

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান থানাধীন লাল ফকিরের মাজারের পাশে একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র-গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

গ্রেফতারকৃতরা হলো- শুভ, শাকিল হোসেন ও শরীফ মো. আবদুল্লাহ।

বিজ্ঞাপন

এ সময় তাদের হেফাজত থেকে দুইটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড তাজা গুলিসহ দুইটি স্টিলের পিস্তল, ১২ বোর কার্তুজসহ একটি দেশীয় স্টিলের পাইপ গান, একটি ইয়ার গান, একটি ইলেকট্রিক শক (টিজার), দুইটি চাপাতি, তিনটি দেশীয় লোহার ছুরি, একটি লোহার চাইনিজ কুড়াল, একটি দেশীয় লোহার দা , তিনটি মোবাইল ফোন ও একটি ওয়েব ক্যামেরা উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে কলাবাগান থানার লাল ফকিরের মাজারের পাশে একটি বাসায় অভিযান চালায় কলাবাগান থানা পুলিশ সেনাবাহিনীর একটি দল। এ সময় তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

কলাবাগান থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোক্তারুজ্জামান গণমাধ্যমকে জানান, গোপন সূত্রে জানা যায়, কলাবাগান থানার লাল ফকিরের মাজারের পাশে বিপুল পরিমাণ দেশী ও বিদেশি অস্ত্রসহ একটি দল অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে কলাবাগান থানা ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র-গুলিসহ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কলাবাগান থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।