ফেনীতে যৌথবাহিনীর অভিযানে যুবদলের ২ কর্মী গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

ফেনীর সোনাগাজী উপজেলায় যৌথবাহিনীর অভিযানে যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের ভাই মো. সাইদুর রহমান ও মো. সেলিম প্রকাশ ওরফে কুত্তা সেলিম নামে দুই যুবদল কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার ডাকবাংলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে গ্রেফতারকৃত দুই যুবদল কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাটসহ বিভিন্ন অভিযোগ ওঠে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ডাকবাংলা এলাকা থেকে তাদের আটক করে।

এ ব্যাপারে উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া বলেন, তারা কমিটিতে ছিল কিনা নিশ্চিতভাবে বলতে পারছিনা তবে উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের সঙ্গে থাকতেন।

সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, যৌথবাহিনীর অভিযানে আটককৃতদের মধ্যে সেলিমের বিরুদ্ধে সোনাগাজী থানায় হত্যা, অবৈধ অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ মোট সাতটি মামলা রয়েছে। এ ছাড়া মো. সাইদুর রহমানের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।