কাশিমপুর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কাশিমপুর কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আরজু মোল্লা (৩৮)কে গ্রেফতার করেছে র্যাব-৪ এর একটি টিম।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার সাভার থানার হেমায়েতপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় আরজু মোল্লাকে। গ্রেফতার হওয়া আরজু মোল্লা রাজবাড়ীর কালুখালী উপজেলার দেওয়ালী এলাকার মো. খোরশেদ মোল্লার ছেলে।
মানিকগঞ্জ র্যাব ৪ থেকে পাঠানো প্রেস রিলিজ সূত্রে জানা যায়, মামলার ভিকটিম মো. জব্বার মোল্লা (৫০) সম্পর্কে আসামির প্রতিবেশী চাচা। ভিকটিমের সাথে মেহেদী গাছের ডাল ভাঙা/পাড়া নিয়ে তাদের ঝগড়া ও মারামারি হয়। উক্ত বিষয় নিয়ে স্থানীয়ভাবে দুই পরিবারের মধ্যে ২০১৫ সালের ২৮ আগষ্ট সন্ধ্যায় বিবাদীর বসতবাড়িতে সালিশ বৈঠকের মাধ্যমে বিবাদ মিটিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।
উক্ত বৈঠকে ভিকটিম ও তার আত্মীয় স্বজন আসা মাত্রই আসামি আরজু ও তার সহযোগীরা সালিশ শুরুর আগেই দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে হামলা করে ভিকটিম ও তার আত্মীয় স্বজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ভিকটিমসহ আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে স্বাস্থ্য কমপ্লেক্সে ভিকটিম ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে রাজবাড়ী জেলার কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর আসামিকে মৃত্যুদণ্ড রায় প্রদান করেন।
মানিকগঞ্জ র্যাব ৪, সিপিসি ৩ এর কোম্পানি কমন্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আরজু মোল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬ আগস্ট ২০২৪ তারিখ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে পলায়ন করে দেশের বিভিন্ন স্থানে নিজেকে আত্মোগোপন করে রাখে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোনাবড়ি থানায় হস্তান্তর করা হয়।