ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসরায়েল দাবি করেছে, দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি হামলায় হামাস-এর নেটওয়ার্ক প্রধান আহমাদ মুহাম্মাদ ফাদ নিহত হয়েছেন। সেখান থেকে তিনি ইসরায়েলে হামলা পরিচালনা করছিলেন। আরেকটি হামলা পরিচালনার আগেই ইসরায়েল তাকে হত্যা করতে সক্ষম হয়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা এ খবর জানায়। খবরে বলা হয়, শুক্রবার রাতভর ইসরায়েল এ হামলা চালায়।

বিজ্ঞাপন

এদিকে, ইসরায়েলি নিউজ আউটলেট ওয়াইনেট জানিয়েছে, ইসরায়েলের রাজধানী তেল আবিবে বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, লেবানন থেকে ভূমিতে হামলা চালাতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ছোড়া হয়েছে। এ হামলার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে এ জন্য কোনো সাইরেন বাজানো হয়নি।

ইসরায়েলি হামলায় বেড়েছে লেবাননে বাস্তুচ্যুতির সমস্যা

আলজাজিরার প্রতিবেদক জানিয়েছেন, তারা লেবাননের রাজধানী দক্ষিণ বৈরুতের উপকণ্ঠে ব্যাপক বিস্ফোরণের শব্দ শুনেছেন। শুক্রবার বিকেল থেকে এ এলাকায় ব্যাপক হামলায় আগুনের কুণ্ডলী উঠতে দেখেছেন তারা।

ব্যাপক হামলার মধ্যেই অনেকে তড়িঘড়ি করে তাদের বাড়িঘর ছেড়ে পালাতে থাকেন।

আলজাজিরার প্রতিবেদকেরা জানাচ্ছেন, দক্ষিণ বৈরুতের এ শহরতলিতে অনেক মানুষের বসবাস। ১২ ঘণ্টা ধরে হামলার পর এলাকার রাস্তাঘাট ফাঁকা। অন্যান্য স্বাভাবিক দিনে এলাকাটি যানবাহনে ভরা থাকে। তবে শনিবার রাস্তা ফাঁকা বললেই চলে। এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে হেজবুল্লাহর ঘাটি বলে পরিচিত লেবাননের পূর্ব ও দক্ষিণাংশে ইসরায়েলের ব্যাপক হামলার পর প্রায় ১ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। সেইসঙ্গে ১১ মাস ধরে চলা হামাস-ইসরায়েল যুদ্ধে ১ লাখ ১০ হাজার মানুষ ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন।