নওগাঁয় বাড়ছে ছোট যমুনা নদীর পানি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

টানা কয়েকদিনের বৃষ্টিপাতে বাড়তে শুরু করেছে নওগাঁর ছোট যমুনা নদীর পানি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত ২৪ ঘন্টায় ছোট যমুনার পানি বেড়েছে ৩৩ সেন্টিমিটার।

বিজ্ঞাপন

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুজাউল ইসলাম বলেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারনে নওগাঁর ছোট বড় সব নদীগুলোর পানি কিছুটা বেড়েছে। তবে পানি বিপৎসীমার ৭৪ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরও বলেন, গতকাল ২৯ সেপ্টেম্বর দুপুর ১২টার সময় ছোট যমুনার পানি বৃদ্ধির পরিমাণ ছিল ১৩.৭৩ মিটার। আজ ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টার সময় ১৪.০৬ মিটার রেকর্ড করা হয়েছে তবে বৃষ্টিপাত নাহলে পানি কমে যাবে।