দিনভর মেঘলা আকাশের পর মাঝরাতে রাজধানীতে বৃষ্টি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাঝরাতে রাজধানীতে বৃষ্টি

মাঝরাতে রাজধানীতে বৃষ্টি

রাত ১টার দিকে ঢাকার আকাশে শুরু হয় বিদ্যুতের ঝলকানি। কয়েক দফা গর্জনের পরই শুরু হয় ভারী বৃষ্টি। এতে সকাল থেকে তীব্র গরমে অতীষ্ট জনজীবনে ফিরে আসে স্বস্তি। অবশ্য আবহাওয়া অফিস থেকে আজ রাজধানীতে বৃষ্টি হওয়ার কথা জানিয়েছিল। সেই সঙ্গে নদীবন্দর এলাকাগুলোতে দিয়েছিল ১ নম্বর সতর্ক সংকেত।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত ১টার পর বৃষ্টিপাত শুরু হয়। এর আগে শোনা গিয়েছিল বজ্রের গর্জন।

বিজ্ঞাপন

এর আগে ঢাকাসহ দেশের নয়টি অঞ্চলের উপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।