ঢামেকে কমেছে ডেঙ্গু রোগীর চাপ, সংকট বেডের
মাসখানেক আগেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ডেঙ্গু ওয়ার্ড ছিলো কানায় কানায় পূর্ণ। এমনকি ওয়ার্ডের বাইরেও রোগীরা বিছানা করে থাকতেন। তবে কমে আসছে ডেঙ্গু রোগী সংখ্যা।
মঙ্গলবার (৫ নভেম্বর) ঢামেকে সরেজমিনে দেখা যায় পরিবেশ পুরোপুরি ভিন্ন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে মাত্র ৪ জন। এখনও ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢামেকে ভর্তি আছেন ৫৯ জন। তাদের মধ্যে ডেঙ্গু ডেডিকেটেড ৪০১ নাম্বার ওয়ার্ডে ভর্তি আছেন ১৩ জন। বাকি ৪৬ জন রোগী মেডিসিন বিভাগের ৬০১, ৬০২, ৭০১, ৭০২, ৮০১ এবং ৮০২ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে বিগত বছরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রাজধানীর মহাখালীতে অবস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ডেডিকেটেট কোভিড-১৯ হাসপাতালকে ডেঙ্গু হাসপাতালে রূপান্তর করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেড সংকট থাকায় রোগীর চাপ বৃদ্ধি পেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ডিএনসিসি ডেডিকেটেট হাসপাতালে স্থানান্তর করে দেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ৪০১ ওয়ার্ডের দায়িত্বরত একজন নার্স জানান, মাসখানেক আগেও রোগীর চাপ ছিল প্রচুর। তবে এখন তুলনামূলকভাবে কম। ৪০ বেডের এই ওয়ার্ডটিতে অতিরিক্ত রোগীর চাপ থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের শারীরিক অবস্থার উপরে নির্ভর করে গুরুত্ব বিবেচনায় রোগীদেরকে ডিএনসিসি ডেডিকেটেট হাসপাতালে স্থানান্তর করে দেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বার্তা ২৪. কমকে বলেন, আমাদের ঢাকা মেডিকেলে ডেঙ্গু রোগীর চাপ মোটামুটি রয়েছে। তবে আমাদের এখানে বেডের সংখ্যা কম থাকার কারণে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে যাদের শারীরিক অবস্থা জটিল আমরা শুধু তাদেরকে রেখে বাকি রোগীদের ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে স্থানান্তর করে দিচ্ছি। আমাদেরকে মন্ত্রণালয় থেকেও এই নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ থেকে ৮০২ ওয়ার্ডগুলোতেও ডেঙ্গুতে আক্রান্ত মহিলা রোগীরা চিকিৎসারত অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও পুরুষদের জন্য এই হাসপাতালটিতে নির্ধারিত ওয়ার্ড থাকলেও মহিলাদের জন্য নেই সেই সুবিধা। ফলে ডেঙ্গুতে আক্রান্ত মহিলা রোগীরা বাধ্য হয়ে ডেঙ্গু রোগের চিকিৎসা নিচ্ছেন মেডিসিন বিভাগে।
এদিকে চলতি মাস জুড়ে মোটামুটিভাবে ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকবে এবং এরপরে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে আসবে বলে মনে করছেন কীটতত্ত্ববিদরা।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬৩ হাজার ১৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১০ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।