সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুনে একই পরিবারের ৬ জনের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সুনামগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের সীমেরখাল গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন।

নিহতরা হলেন, এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার ও তাদের চার সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক।

জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় চৌধুরী বলেন, যেখানে আগুন লেগেছে এটি হাওরের মধ্যবর্তী দুর্গম অঞ্চল। রাত ১২টার দিকে হঠাৎ একটি ঘরে আগুন লাগার খবর পেয়েছি। আগুন লাগার পর আশপাশের মানুষ এসে যে যেভাবে পেরেছে আগুন নেভানোর চেষ্টা করেছে। আগুন লাগার সময় ঘরের ভেতর থেকে দরজা আটকানো থাকায় কেউ বের হতে পারেননি। অগ্নিদগ্ধ হয়ে পুরো পরিবারের ৬ জন সদস্যই মারা যান। ঘটনাস্থলে (বেলা ১১টা) উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের লোকজনসহ আমি এখনো উপস্থিত আছি।