খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

খাগড়াছড়ির ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

খাগড়াছড়ির ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

খাগড়াছড়িতে জননিরাপত্তায় মঙ্গলবার (১ অক্টোবর) অনির্দিষ্টকালের জন্য জারি করা ১৪৪ ধারা আজ বিকেল ৩টা থেকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন খাগড়াছড়ির জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার সকালে গণপিটুনিতে নিহত হন সোহেল। তিনি খাগড়াছড়ি কারিগরি স্কুল ও কলেজের শিক্ষক। এর জেরে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সহিংসতা এড়াতে জেলা সদরে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।