ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার পথে ঠাকুরগাঁও সীমান্তে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (০২ অক্টোবার) ভোরে জেলার পীরগঞ্জ উপজেলার ১১ নং বৈরচুনা ইউনিয়নের চান্দের হাট সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম।

আটক ব্যক্তিরা হলেন, দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার রামপুর গ্রামের পবেন রায়ের ছেলে নিশিত রায় (৩৫), একই জেলার বিরল থানার বাশীডাঙ্গা গ্রামের মৃত গোপাল মোহন্তের ছেলে রিন্টু মোহন্ত (৪০), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ওবাইদুর রহমান (৫৫) ও একই উপজেলার ইন্দ্রোইল গ্রামের সামসুদ্দিনের ছেলে ওবায়দুল রহমান (৩৫)।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার পথে পীরগঞ্জ চান্দের হাট সীমান্তের ৩৩৩/৩ এস পিলারের কাছ থেকে ওই চার বাংলাদেশি ব্যক্তিকে আটক করে বিজিবি।

পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম জানান, দুপুরে বিজিবি কর্তৃক আটক হওয়া চার বাংলাদেশিকে থানায় সোপর্দ করেন বিজিবির সদস্যরা। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ এর ১১(১)(ক) ও ১১(২) ধারায় মামলা করেছে বিজিবি।