গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯২ শতাংশে। গত আগস্টে তা ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ।
বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।
বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, শহর ও গ্রামাঞ্চলে খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্যের দাম কমায় মূল্যস্ফীতির হার কমাতে সাহায্য করেছে।
সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ১০ দশমিক ৪০ শতাংশ। আগস্টে তা ছিল ১১ দশমিক ৩৬ শতাংশ। জুলাইয়ে ছিল ১৪ দশমিক ১০ শতাংশ।
খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতিও কিছুটা কমেছে। আগস্টে এ খাতে মূল্যস্ফীতি ছিল ৯.৭৪ শতাংশ, যা সেপ্টেম্বরে কমে দাঁড়িয়েছে ৯.৫০ শতাংশ।
গ্রামাঞ্চলে সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতি কমে ১০ দশমিক ১৫ শতাংশ হয়েছে। যা আগস্টে ১০ দশমিক ৯৫ শতাংশ ছিল ।
গত ১২ মাসে চলমান গড় মূল্যস্ফীতিও বেড়ে ৯ দশমিক ৯৭ শতাংশ হয়েছে, যা আগের বছরে ৯ দশমিক ২৭ শতাংশ ছিল।