এবার দেবীর আগমন ও গমন কোন বাহনে?

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্গাপূজা / ছবি: সংগৃহীত

দুর্গাপূজা / ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাৎসবের শুভ সূচনা হলো মহালয়ার মাধ্যমে। অমাবস্যার আধার কাটিয়ে পিতৃপূজা সেরে শুরু হয়ে দেবীপক্ষের। এই পিতৃপক্ষের শেষ এবং দেবী পূজার পক্ষের আরম্ভ লগ্ন মহালয়া।

মহালয়ার প্রাক সন্ধ্যায় 'কাত্যায়নী মুনির কন্যা' রূপে মহিষাসুর বধের জন্য দেবী দুর্গার আবির্ভাব ঘটে। শরৎকালের আশ্বিন মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথির প্রাক্কালে অকালবোধনে হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সপ্তমী তিথিতে দেবী দুর্গা মর্তে্য অর্থাৎ বাপের বাড়িতে আসেন আবার দশমী তিথিতে ফিরে যান। তবে মায়ের এই আগমন এবং গমন সারাবছর মর্ত্যবাসীর উপর প্রভাব ফেলে। দেবী কোন বাহনে করে মর্তে্য আগমন করছেন এবং মর্ত্য থেকে গমন করছেন তার ভিত্তিতে সারাবছর কেমন যাবে- তার ধারণা পাওয়া যায়।

বিজ্ঞাপন

এইবছর দেবীর আগমনী বাহন হলো দোলা, যার ফল মরক। অন্যদিকে দেবীর গমন ঘোটকে, অর্থাৎ এর ফলাফল হলো ছত্রভঙ্গ। এবছর দেবীর আগমন এবং গমন দুটো বাহনই নেতিবাচক ইঙ্গিত দিচ্ছে।  

সাধারণত ৪ ধরনের বাহনে করে দেবীর আগমন এবং গমন ঘটে। বাহনগুলো হলো: দোলা, ঘোটক, নৌকা এবং গজ।

দোলা– দোলা অর্থ হলো পালকি। পালকিতে আগমন বা গমনের ফল- ‘দোলায়াং মকরং ভবেৎ’,

অর্থাৎ মহামারি বা মড়কতুল্য বিষয়ে ভোগার আশঙ্কা থাকে।

ঘোটকঘোটক অর্থাৎ ঘোড়া। এতে আগমন বা গমনের ফল- ‘ছত্রভংস্তুরঙ্গমে অর্থাৎ ছত্রভঙ্গ’,

ধ্বংস বা ছন্নছাড়া বা ধ্বংসাত্মক কোনও ঘটনা ঘটার আশঙ্কা সৃষ্টি হওয়া বোঝায়।

নৌকা নৌকার অর্থ হল বন্যা। আবার, নৌকায় আগমন বা গমনের ফল হিসাবে শস্যপূর্ণ বসুন্ধরাও বোঝানো হয়। কারণ, বন্যা বা ধরা জলমগ্ন হলে জলের অভাব না থাকার ফলে প্লাবনের পরবর্তী কালে পলিপূর্ণ ভূমিতে ফলনের বৃদ্ধি হয়।

গজগজ অর্থাৎ হস্তী বা হাতি। গজে গমন বা আগমনের ফল- ‘গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা’। এর দ্বারা সমৃদ্ধি নির্দেশ করা হয়।

দুর্গাপূজা / ছবি: সংগৃহীত

সপ্তমী এবং দশমী কোন বারে পড়েছে তার ভিত্তিতে দেবীর আগমন-গমনের বাহন নির্ধারিত হয়।

শনিবার: শনিবারে সপ্তমী তিথি হলে ঘোটকে অর্থাৎ ঘোড়ায় আগমন এবং দশমী তিথি হলে গমন নির্দেশ করে।

রবিবার: এইদিনে সপ্তমী তিথি পড়লে তা গজে আগমন এবং দশমী হলে গমন বোঝায়।

সোমবার: সোমবার সপ্তমী তিথি হলে গজ বা হস্তি অর্থাৎ হাতিতে আগমন এবং দশমী তিথি হলে গমন নির্দেশ করে।

মঙ্গলবার: মঙ্গলবার সপ্তমী তিথি হলে ঘোটকে অর্থাৎ ঘোড়ায় আগমন এবং দশমী তিথি হলে গমন নির্দেশ করে।

বুধবার: এই বারে সপ্তমী তিথি পড়লে তা নৌকায় আগমন এবং দশমী হলে গমন বোঝায়।

বৃহস্পতিবার: বৃহস্পতিবারে সপ্তমী তিথি হলে দোলা অর্থাৎ পালকিতে আগমন এবং দশমী তিথি হলে গমন নির্দেশ করে।

শুক্রবার: এইদিনে সপ্তমী তিথি পড়লে তা দোলায় আগমন এবং দশমী হলে গমন বোঝায়।

শাস্ত্রমতে একই বাহনে আগমন এবং গমন হলে সারাবছর অত্যন্ত অশুভ বিবেচনা করা হয়। গতবছর ২০২৩ সালের শারদীয় দুর্গাপূজায় দেবীর আগমন এবং গমন দু’টোই ঘোটক অর্থাৎ ঘোড়ায় হয়েছিল।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা