আনোয়ারা চায়না ইকোনমিক জোনে পড়েছিল অজ্ঞাত নারীর মরদেহ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার/ছবি: সংগৃহীত

অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার/ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারার চায়না ইকোনমিক জোনের ৩০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের চায়না ইকোনমিক জোনের সীমানা প্রাচীরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে চায়ানা ইকোনমিক জোনের দেয়ালের ভেতর মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর। ধারণা করছি, কয়েকদিন আগে মারা গেছেন তিনি।

বিজ্ঞাপন

ওসি জানান, মরদেহের সুরতহাল শেষে মর্গে পাঠানো হচ্ছে। একই সঙ্গে মরদেহের পরিচয় জানার চেষ্টা হচ্ছে।