শিবগঞ্জে নির্মাণাধীন ভবনের সাটার ভেঙে শ্রমিক নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

সাটার ভেঙে শ্রমিক নিহত/ছবি: বার্তা২৪.কম

সাটার ভেঙে শ্রমিক নিহত/ছবি: বার্তা২৪.কম

বগুড়ার শিবগঞ্জে নির্মাণাধীন ভবনের সাটার ভেঙে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. হারুন মিয়া (৫৫)। তিনি দেউলী ইউনিয়নের লক্ষিকোলা দক্ষিণ পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ অক্টবর) দুপুর ১টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের গণেশপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গণেশপুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন সরকারের নির্মাণাধীন বিল্ডিংয়ে নির্মান শ্রমিকের কাজ করতেন হারুন মিয়া। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বিল্ডিংটির পূর্ব পার্শ্বের সাটার ভেঙে যায়। এতে সাটারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিজ্ঞাপন

দুর্ঘটনার সংবাদ পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র ও শিবগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা মরদেহ উদ্ধার করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।