ধামরাইয়ে শিক্ষার্থী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ইউপি চেয়ারম্যান গ্রেফতার/ছবি: সংগৃহীত

ইউপি চেয়ারম্যান গ্রেফতার/ছবি: সংগৃহীত

ঢাকা জেলার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার আসামি সুয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিনকে (৮০) গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করছে ধামরাই থানা পুলিস।

গ্রেফতার কফিল উদ্দিন ধামরাই উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। তিনি সুয়াপুর ইউনিয়নের বাসিন্দা।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে নির্বিচারে গুলি করা হয়। এসময় কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ (১৮) মাথায় গুলিবিদ্ধ হন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ আগস্ট সকালে মারা যান তিনি।

এ ঘটনায় নিহত সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে গত ২১ আগস্ট স্থানীয় সাবেক এমপি বেনজীর আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার এজাহার নামীয় আসামি কফিল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।