ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মীর মৃত্যু/ছবি: সংগৃহীত

মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মীর মৃত্যু/ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কামরুজ্জামান (৪০) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে শহরের রেজিস্ট্রার কার্যলয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত কামরুজ্জামান রংপুরের গঙ্গাচড়ার আলমবিদিতর এলাকার জয়নাল আবেদীনের ছেলে ও রংপুরের পীরগঞ্জ উপজেলায় টিএমএস নামে একটি এনজিওর মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

প্রদক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবক রাতে উপজেলা মোড় থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। এসময়ে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।