মানিকগঞ্জের ৫ গুণী শিক্ষককে সম্মাননা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

'শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মানিকগঞ্জেও বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে মানিকগঞ্জের ৫ গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা ওই শিক্ষকদেরকে এই সম্মাননা প্রদান করেন।

বিজ্ঞাপন

সম্মাননাপ্রাপ্ত শিক্ষকেরা হলেন জেলার শিবালয় উপজেলার নয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জান্নাতুল ফেরদৌসী, সদর উপজেলার এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিরঞ্জন কুমার বিশ্বাস, শিবালয় উপজেলার ফেচুয়াধারা শাহ জহিরিয়া দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মুহাম্মদ সোলাইমান, ঘিওর উপজেলার ঘিওর আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক সুরাইয়া আহমেদ ইভা ও সদর উপজেলার দোয়াত আলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মতিউর রহমান। তাঁদের প্রত্যেকের হাতে একটি করে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেসসহ সংশ্লিষ্ট অনেকেই এসময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন