মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

বজ্রপাতে যুবকের মৃত্যু

বজ্রপাতে যুবকের মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রুবেল মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯ টার দিকে উপজেলার কামারিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

বিজ্ঞাপন

কামারিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ফাতরুল আমিন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল থেকেই আমাদের এখানে ভারি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজে রুবেল মিয়া বাড়ি পাশে খালে মাছ ধরতে যায়। এসময় হঠাৎ বজ্রপাতে রুবেল মিয়া ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা জানতে পেরে তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যায়।

বিজ্ঞাপন