অবৈধ পথে ভারত প্রবেশ, ফেরার পথে আটক ৪

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে গিয়ে দেশে ফেরার পথে সিলেট সীমান্তে ৪ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গোয়াইনঘাটের রানীরঘাট এলাকা থেকে তাদেরকে আটক করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির একটি টহল দল।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার ভাইয়ারপাড়া গ্রামের মো.এরশাদ হোসেনের ছেলে মো.জহির উদ্দীন (২৯), জহির উদ্দিনের স্ত্রী মোছা.আফরোজা সুলতানা (২২), একই থানার নোয়ারভিলা গ্রামের মো.আবুল কাসেমের ছেলে মো.রাকিবুল ইসলাম (১৮) ও পটুয়াখালী জেলার রাঙ্গাবালীর বাহেরচর গ্রামের মো.দাদন সিকদারের ছেলে মো.মিরাজ (২৭)।

বিজিবি জানায়, আটককৃত ব্যক্তিরা গত ৬ মাস পূর্বে কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যায়। পরে দেশে ফেরার পথে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান।