চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযান, পিস্তল-গুলিসহ গ্রেফতার ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ‍চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা এলাকায় অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক নাইন এমএম পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় শাহারুল ইসলাম (৩৭) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (০৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে দর্শনা থানার মোবারকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহারুল ইসলাম দর্শনা মোবারক পাড়ার পেয়ার আলীর ছেলে।

বিজ্ঞাপন

অভিযান সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল আবেদীনের নেতৃত্বে দর্শনার মোবারক পাড়ায় অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল। অভিযানে শাহারুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। একই সাথে তার বাড়ির পিছন থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি অত্যাধুনিক বিদেশী (মেড ইন ইউএসএ) পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প কমান্ডার লে. কর্নেল আবেদীন এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন