বরিশালে চাঁদাবাজি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

চাঁদাবাজি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন/ছবি: সংগৃহীত

চাঁদাবাজি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন/ছবি: সংগৃহীত

বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা খান মার্কেট এলাকায় ইট, বালু ও সিমেন্ট ব্যবসায়ীদের কাছ থেকে আওয়ামী লীগ নেতা কর্তৃক অবৈধভাবে চাঁদা আদায়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় স্থানীয় ব্যবসায়ীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মজিবর রহমান খান লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক কায়কোবাদ, ব্যবসায়ী মাহমুদুল হাসান, পলাশ হাওলাদার ও শামীম খান প্রমুখ।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, নজরুল ইসলাম নামে এক ব্যক্তি বিআইডব্লিউটিএ’র কাছ থেকে ভূয়া ইজারা আনার কথা বলে প্রতিনিয়ত তাদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছেন। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতা উজ্জ্বল ঘড়ামী ও বাবু হাওলাদারের নেতৃত্বে অস্ত্রশস্ত্র নিয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করা হচ্ছে।

ব্যবসায়ীরা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং এ ধরনের অবৈধ চাঁদাবাজি থেকে তাদের রক্ষা করার জন্য সুদৃষ্টি কামনা করেন।