ফের ৫ দিনের রিমান্ডে ডাবলু সরকার
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে আবারও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. মাসুদুজ্জামান শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন কোর্টের পুলিশ পরিদর্শক আবদুর রফিক।
তিনি জানান, রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মশিউর রহমান ডাবলু সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে ছাত্র-জনতার মিছিলে গুলিতে শিবির নেতা আলী রায়হান হত্যাকাণ্ডে ডাবলু সরকারকে দ্বিতীয়বারের মতো রিমান্ডে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
প্রথম রিমান্ড শেষে বিকেল পৌনে ৫টার দিকে ডিবি পুলিশ ডাবলু সরকারকে আদালতে হাজির করে। আদালতে তোলার সময় উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে ডিম, ইটের টুকরা ও কাঁদা নিক্ষেপ করে।
এর আগে, গত ৪ অক্টোবর নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেফতার করে র্যাব। পরদিন তাকে আদালতে হাজির করে প্রথম দফায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।