নেত্রকোনায় বজ্রপাতে মৎস্য চাষির মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

বজ্রপাতে মৎস্য চাষীর মৃত্যু/ছবি: সংগৃহীত

বজ্রপাতে মৎস্য চাষীর মৃত্যু/ছবি: সংগৃহীত

নেত্রকোনা বারহাট্টায় ফিসারীতে খাদ্য দেওয়ার সময় বজ্রপাতে সেলিম সিদ্দীক (৫০) নামের এক মৎস্য চাষির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় উপজেলার সাহতা ইউনিয়নের দক্ষিণ ডেমুরা গ্রামের বাঘাই বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া একই গ্রামের মাকসু সিদ্দীকের ছেলে।

বিজ্ঞাপন

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সেলিম মিয়া ফিসারীর ব্যবসা করতেন। প্রতিদনের ন্যায় আজও সন্ধ্যায় বাঘাই বিলে ভাড়া নেওয়া ফিসারীতে মাছের খাবার দিতে গিয়েছিলেন। খাবার দেওয়ার সময় হঠাৎ বজ্রসহ ঝড় বৃষ্টি শুরু হলে এতে আহত হন। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় গ্রামের লোকজন ফিসারীর কাছে গিয়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে। পরবর্তীতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সেলিমের ভাগিনা মো: স্বপন মিয়া জানান, মামা ফিসারীতে খাবার দিতে গেলে হঠাৎ বজ্রপাতে তিনি মারা যান। মামার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

বিজ্ঞাপন

বারহাট্টা থানার ওসি মো: কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু বজ্রপাতে মৃত্যু লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।