কুমিল্লায় অস্ত্রসহ ২ যুবলীগ নেতা গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) মধ্যরাতে উপজেলার রামপুর বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতাররা হলেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শাহ আলম এবং মেঘনা উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানকালে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মদ, মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপের সরঞ্জামাদি উদ্ধার করে।

বিজ্ঞাপন

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পুলিশ বাদী হয়ে থানায় দু'টি পৃথক মামলা দায়ের করেছে।