বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- বার্তা২৪.কম

ছবি- বার্তা২৪.কম

বরিশাল মহানগরীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বরিশালের শংকর মঠ, রামকৃষ্ণ মিশন, ও শ্রী শ্রী দুর্গা মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। 

বিজ্ঞাপন

জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মাহাবুব উল্লাহ মজুমদার এবং সহকারী কমিশনার মো. রবিউল হাসান ভূঁইয়া। জেলা প্রশাসক পূজা মণ্ডপ পরিদর্শনকালে সেখানকার পূজার আয়োজক ও দর্শনার্থীদের সাথে মতবিনিময় করেন। 

তিনি পূজা মণ্ডপগুলো ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পূজায় আগত দর্শনার্থীদের সাথে কথা বলার সময় জেলা প্রশাসক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। শারদীয় দুর্গাপূজার এই উৎসবকে ঘিরে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি আরো দৃঢ় হয়, সেই লক্ষ্যে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

পূজা কমিটির সদস্যদের সাথে আলাপচারিতায় তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সকলকে আইনশৃঙ্খলা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ জানান। প্রশাসনের পক্ষ থেকে পূজামন্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।