শাহজাহানপুরের রাস্তা থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

যুবকের মরদেহ উদ্ধার/ছবি: সংগৃহীত

যুবকের মরদেহ উদ্ধার/ছবি: সংগৃহীত

রাজধানী শাহজাহানপুরে রেলওয়ে কলোনির রাস্তা থেকে এক যুবকের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের পরিচয় জানা যায়নি।

সোমবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানা উপ-পরিদর্শক(এসআই) সায়াদ উল্লাহ। তিনি বলেন, আমরা খবর পেয়ে শাহজাহানপুর রেলওয়ে কলোনির ফুটপাতে অচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, স্থানীয় লোকে জানিয়েছে ওই যুবক ভবঘুরে প্রকৃতির। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিজ্ঞাপন